ঢাকা, মঙ্গলবার   ১৬ সেপ্টেম্বর ২০২৫

মন্টুর মৃত্যুতে শ্রমিক ফ্রন্টের শোক 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০০, ২০ নভেম্বর ২০২০

Ekushey Television Ltd.

শ্রমিক নেতা ফজলুল হক মন্টুর মৃত্যুতে শোক প্রকাশ করেছে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট। এক বিবৃতিতে কেন্দ্রীয় কমিটির সভাপতি রাজেকুজ্জামান রতন ও সাধারণ সম্পাদক আহসান হাবিব বুলবুল গভীর শোক  প্রকাশ করেন। 

বিবৃতিতে নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ শ্রমিক অন্দোলন গড়ে তুলতে ও শ্রমিকদের ন্যায্য অধিকারসমূহ আদায়ে মন্টুর প্রচেষ্টার কথা শ্রদ্ধাভরে স্মরণ করে বলেন, ‘তার মৃত্যুতে বাংলাদেশের শ্রমিক আন্দোলন একজন দায়িত্বশীল বন্ধুকে হারাল।’

নেতৃবৃন্দ মন্টুর শোকাহত পরিবারের সদস্যদের প্রতিও সমবেদনা জানান। এর আগে আজ শুক্রবার ভোর ৪টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফজলুল হক মন্টু। 
এআই/এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি